.

ami to preme porini Lyrics

আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপরে পড়েছে
আমাকে ভেঙেচুরে
ছুঁড়ে ফেলে
গুড়ো গুড়ো
আমিতো স্বপ্ন দেখিনি
স্বপ্নই আমাকে দেখেছে
আমাকে দেখে স্বপ্ন
চোখ মেরেছে
আমিতো ভালোবাসিনি
ভালোই আমাকে বেসেছে
ভালো আমাকে বেসে
মন্দ করেছে
Report lyrics