.

Tobu Door Akasher Lyrics

তবু দূর আকাশের চাঁদ হাসে, তবু ফুল ফোটে তার সুবাসে
মন হয়ে উচ্ছল পেতে চায়, তোমাকে শুধু তোমাকে
যৌবন আশে থাকে চলে যায়, কথা একটাই শুধু বলে যায়
ভালবাসা সময় কে হারাবেই, পেলে তোমাকে শুধু তোমাকে
একদিন তুমি এসেছিলে, একদিন ভালবেসেছিলে, হেসেছিলে
তারপরে কি হল তা জানিনা
পরদিন দেখি ভালবাসা নেই, তোমার সে যাওয়া আর আসা নেই
তারপর থেকে শুধু স্বপ্নেই, দেখি তোমাকে, বাস্তবে না (x২)
তবু দূর আকাশে চাঁদ হাসে, তবু ফুল ফোটে তার সুবাসে
মন হয়ে উচ্ছল পেতে চায়, তোমাকে শুধু তোমাকে
যৌবন আশে থাকে চলে যায়, কথা একটাই শুধু বলে যায়
ভালবাসা সময় কে হারাবেই, পেলে তোমাকে শুধু তোমাকে (x৩)
Report lyrics